
মিরসরাইয়ের হিঙ্গুলীতে এই প্রথম এফ.এম কম্পিউটার এন্ড লাইব্রেরী’র উদ্বোধন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার হিংগুলী ইউনিয়নের পূর্ব হিগুলী বাজারস্থ উক্ত কম্পিউটার এন্ড লাইব্রেরী’র আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়।
উদ্বোধন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উত্তর ইসলামপুর বায়তুন নুর জামে মসজিদের খতিব মাওলানা আলী হাসান।
পূর্ব হিঙ্গুলী বাজারের সকল ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ক্রেতা, শুভাকাঙ্খী ও সকল পর্যায়ের মানুষ উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এফ.এম কম্পিউটার এন্ড লাইব্রেরী’র স্বত্বাধিকারী আরাফাত হোসেন সোহেল বলেন, আধুনিক বিশ্বের অনলাইন কার্যক্রম ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সকল অনলাইন গ্রাহক সেবা সঠিকভাবে প্রদান করার লক্ষ্যে এবং জনবহুল এই এলাকার বাসিন্দাদের কষ্ট লাঘবের বিষয়টি বিবেচনা করে এফ.এম কম্পিউটার এন্ড লাইব্রেরী’র কার্যক্রম চালু করা হয়েছে।
উক্ত প্রতিষ্ঠানের সেবা সমূহের মধ্যে রয়েছে- জন্ম নিবন্ধন, নতুন জাতীয় পরিচয় পত্রের আবেদন, ছবি প্রিন্ট, ফটোকপি, লেমেনেটিং, কম্পিউটার কম্পোজ, পরীক্ষার প্রশ্নপত্র তৈরি, জাতীয় পরিচয় পত্র সংশোধন ও উত্তোলন, ভূমি বা যায়গার খাজনা প্রদানের আবেদন, টিন সার্টিফিকেট তৈরী, পুলিশ ক্লিয়ারেন্স আবেদন, নতুন পাসপোর্ট আবেদন, সার্টিফিকেট সংশোধন আবেদন, কলেজ ও বিশ্বিবদ্যালয়ের ভর্তি আবেদন ও ফি পরিশোধ এবং বিদ্যুৎ বিল পরিশোধ ছাড়াও লাইব্রেরী, ষ্টেশনারী শিক্ষা সামগ্রী ও ক্রীড়া সামগ্রী বিক্রয়।
এফ.এম কম্পিউটার এন্ড লাইব্রেরী’র স্বত্বাধিকারী সোহেল সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।