
জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা শাখা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃজয়নাল আবেদনীন (বাবুর) পিতা মোঃ ইমাম মন্ডল(৭১) ৭.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন
সে যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর গ্রামের মৃত সুলতান আলি মন্ডলের বড় ছেলে ও সাংবাদিক জয়নাল আবেদীন বাবুর পিতা।তবে পারিবারিক ভাবে জানা যায় যে তার পিতা দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত কারণে নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় ভুগছিলেন।
ইং১৭/১১/২৩ তাং শনিবার রাত ৭টা ৩০মিনিটের সময় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।মৃত্যু কালে তিনি স্ত্রী,দুই ছেলে,দুই মেয়ে,পুতা,পুতনি,নাতি,নাতনি,পরিবার,পরিজন সহ অসংখ্য গুনুগ্রহী আত্মাীয় স্বজন রেখে গেছেন। তার এমন করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনাা ও বিদায়ী আত্বার মাগফিরাত কামনায় করেছেেন জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা শাখা কমিটির নেতৃবৃন্দ ও কর্মরত সকল সাংবাদিক সদস্যরা এবং স্থানীয় এলাকার সুধি আপামর জনসাধারণ ও ধর্মপ্রান মুসল্লীগন।
মরহুমের জানাযার নামায রাত১১টায় সাদিপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।মরহুমের জানাযা নামায শেষে বিবির ভুই কবর স্থান ময়দানে তার দাফন কাজ সম্পাদনা করা হয়।