
মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: নাইক্ষ্যংছড়ি উপজেলার গিলাতলি গ্ৰামের এক গৃহ বধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার না কুলছুমা বেগম (৩০)শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় ওই গৃহবধূর তার নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার রাতে বিদেশে কর্মরত স্বামী মফিজুর রহমানের সাথে স্ত্রী কুলসুমার মোবাইলে কথা বলার সময় তর্কবিতর্ক হয়। তাদের মেয়ে ইশরাত জাহান জানায় সকাল ৯ ঘটিকার সময় বাড়ির পাশের পুকুরে ইশরাত জাহান কাপড় ধোয়ার জন্য যায় তখন তার মা কুলসুমা(৩০) বাড়ির ভিতরে কাজ করছিল, পরে সাড়ে ১০সময় কাপড় ধোয়ে বাড়িতে আসলে বাড়ির দরজা বন্ধ দেকে মা ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না-পেয়ে জানলা দিয়ে বাড়ির ভেতরে তাকালে মা কুলসুমের ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায়ে মেয়ের আত্মচিৎকারে প্রতিবেশীরা শুন বাড়িতে এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় কুলছুমার মরদেহ উদ্ধার করে। নাইক্ষ্যংছড়ি থানা’র নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসরুরুল হক স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন