
মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি:(বান্দরবান) প্রতিনিধি: পাবর্ত্য বান্দবানের নাইক্ষ্যংছড়িতে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।সমবায় গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ -প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার (২ নভেম্বর) ২০২৪ইং সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা অফির্সাস ক্লাবের মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ।উপজেলা সমবায় অফিসার ক্যবুহ্লী মারমা’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহাবুব রহমান ইলাহী, নাইক্ষ্যংছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর সও,সহসভাপতি আবু তাহের সওদাগর,সাধারণ সম্পাদক মনির আহমদ,বাইশারী ইউনিয়নের আবুল কালাম,সমবায় সমিতির অফিস সহকারি নুরুল আবছার ও সুজন বগুয়াসহ অনেকই।এ সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার সমবায় অফিসের কর্মকর্তা,সাংবাদিক, ব্যবসায়ীসহ অনেকই উপস্থিত ছিলেন।এদিকে,সকল সাড়ে ১০টার সময়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পাতাকা উত্তোলন শেষে একটি র্যালি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে সমবায় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ২০২৪ সালে নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সববায় সমিতি কে সনদ বিতরণ করা হয়।