
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ ” সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে সারা দেশের ন্যায় জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত হয়েছে। শনিবার ২ নভেম্বর সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর,মোরেলগঞ্জ বাগেরহাট এর আয়োজনে উপজেলা প্রশাসন ভবন কমপ্লেক্সেে উপজেলা সমবায় অফিসার এ আব্দুুল হালিম এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল ইসলাম।অনুষ্ঠানের শুরুতে কেরাত পাঠ ও মিতা পাঠ শেষে সফল সমবায়ীদের, ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আব্দুল হালিম।উপস্থিতদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন,,বাংলাদেশ সেনাবাহিনী কর্পোরাল মোস্তফা কামাল,বাগেরহাট ৪ আসনের নেতা কাজী খায়রুজ্জামান শিপন,উপজেলা বিএনপি আহ্বায়ক শহিদুল হক বাবুল,জামায়েত ইসলাম উপজেলা শাখার আমীর মাওলানা শাহাদাত হোসেন,পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সামাদ হোসেন ফারুক,, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক খ ম বদিউজ্জামান বদি,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু,,সাবেক ছাত্রদল সভাপতি এফ এম শামীম হাসান, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক রাসেল ফকির, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক মোরেলগঞ্জ জামায়েত পৌর নেতা অধ্যক্ষ আব্দুল আলিম হাওলাদার,উপজেলা শ্রমিকদের সভাপতি মজলু মোল্লা, সম্পাদক মোঃ শামীম আহসান,পৌর যুবদল নেতা মুন্সি আব্বাস প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক,সফল সুবিধাভোগী সমবায় ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। আলোচনা সভা শেষে সফল সমবায়ীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।