
মাদারীপুর সদর উপজেলার ৫টি ইউনিয়ন, কালকিনি পৌর সভা সহ কালকিনি উপজেলার ১০টি ইউনিয়ন ও নবগঠিত ডাসার উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসন। ব্যাপক উন্নয়ন ও আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মূল্যায়ন করায় এ আসনে জনপ্রিয়তায় তুঙ্গে রয়েছে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। গত ১১নভেম্বর বিকেলে কালকিনি ও
ডাসার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত একটি
সমাবেশে আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমকে মাদারীপুর-৩ আসনে মনোনয়ন দেয়ার দাবী জানায় ৫০হাজার মানুষ। যার মধ্যে রয়েছে বর্তমান ১৪টি ইউপি চেয়ারম্যানের সমর্থন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক পৌর মেয়র সাবেক পৌর প্রশাসক সহ আরো ৫০জন সাবেক ইউপি চেয়ারম্যান। রয়েছে কালকিনি ও ডাসার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, রয়েছে কালকিনি ও ডাসার উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি অঙ্গসংগঠনের একদম ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের ২০হাজার নেতা কর্মি। তাদের দাবী একটাই মাদারীপুর-৩ আসনে জনপ্রিয় নেতা আ.ফ.ম বাহাউদ্দিন
নাছিমকেই চায়।
এ ব্যাপারে কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারন সম্পাদক ও মাদারীপুর জেলা পরিষদ সদস্য মীর মামুনুর রশীদ, ডাসার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সৈয়দ শাখাওয়াত হোসেন, যুগ্ম- আহবায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল, কালকিনি পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আশ্রাব আলী বেপারী, সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র এনায়েত
হোসেন হাওলাদার, কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের
কমান্ডার আঃ জলিল আকন, ডেপুটি কমান্ডার আঃ মালেক হাওলাদার, মাদারীপুর জেলা যুবলীগের সভাপতি আতাহার আলী সরদার, সাধারন সম্পাদক রুবেল খান, কালকিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমান সরদার, বেল্লাল হোসেন সরদার এবং সাবেক যোগাযোগমন্ত্রী মরহুম সৈয়দ আবুল হোসেনের ডানহাত নামে পরিচিত মশিউর রহমান সবুজ, সাবেক সাধারন সম্পাদক মরহুম
সৈয়দ আবুল হোসেনের ব্যক্তিগত সহকারী ইলিয়াস হোসেন,
কালকিনি উপজেলা কৃষকলীগের আহবায়ক ও সাবেক
বি.আর.ডি.বি চেয়ারম্যান এমদাদুল হক সরদার, সদস্য সচিব ইকবাল হোসেন, ডাসার উপজেলা কৃষকলীগের আহবায়ক ও মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক মোঃ সাহাবউদ্দিন মিঠু, কালকিনি উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কহিনুর সুলতানা, কালকিনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি আমিন মিজানুর রহমান, কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ ফরিদ সরদার, ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন মীর সুজন,সাধারন সম্পাদক মমিনুল ইসলাম কালু মোল্লা, কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খান, ডাসার উপজেলা
ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান, সাধারন সম্পাদক সৈয়দ অনিক বলেন ‘ আমরা কালকিনি ও ডাসার উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গসংগঠনের ২০হাজার নেতাকর্মীর একটাই দাবী মাদারীপুর-৩ আসনে সাবেক সফল সংসদ সদস্য কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম ভাইকেই চাই। বর্তমানে এই আসনের আওয়ামীলীগের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম ভাইকে দলীয় মনোনয়ন দিয়ে তা থেকে কালকিনি ডাসারের তৃনমূল নেতাকর্মীদের মুক্তির পথ খুলে দেবে
বলে আশা রাখি।’
অন্যদিকে কালকিনি উপজেলার কয়ারিয়া, সাহেবরামপুর,
শিকারমঙ্গল, বাঁশগাড়ি, লক্ষীপুর, সিডিখান, এনায়েতনগর, পূর্ব এনায়েতনগর, আলীনগর এবং ডাসার উপজেলার গোপালপুর, কাজিবাকাই, বালিগ্রাম, ডাসার ও নবগ্রাম ইনিয়নে বর্তমান ও সাবেক অর্ধশতাধিক ইউপি চেয়ারম্যান গন এক জোট হয়েছে। তারা আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমকে মনোনয়ন দেয়ার দাবী জানিয়ে আসছে।