মোঃ আখতার হোসেন হিরন, সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় ফেসবুক গ্রুপের কল্যাণে মানব সেবা মুলক সংগঠন "প্রিয় সলঙ্গার গল্প"র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পার্শ্বে অবস্থিত আব্দুল আলিম হজ্ব কাফেলা অফিস চত্বরে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামুল্যে ঔষধ বিতরণ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন,সংগঠনের সভাপতি কে,এম আমিনুল ইসলাম হেলাল। এ সময় উপস্থিত ছিলেন,"প্রিয় সলঙ্গার গল্প" গ্রুপের চীফ এডমিন শাহ আলমসহ সকল উপদেষ্টা মন্ডলী এবং এডমিন সদস্যবৃন্দ।মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগীতায় ছিলেন,আব্দুল আলিম হজ্ব কাফেলা,জুম ইলেট্রনিক্স,লাইফ লাইন ফার্মেসী ও মেসার্স শাকিল স্টোর সলঙ্গা। বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারদের সমম্বয়ে দিনব্যাপী ফ্রি এই মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধীক নারী-পুরুষ,শিশু-কিশোর ও বৃদ্ধ রোগীগন বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে আয়োজকদের প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন।
এ ছাড়াও ক্যাম্পে বিনামুল্যে রক্তের গ্রুপ,ওজন,প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে।সেবা দিতে আসা চিকিৎসক দলের মধ্যে উপস্থিত ছিলেন,নিউরো সার্জারী বিশেষজ্ঞ ডা: মো: রবিউল করিম, ডা: মো: মারুফ হোসেন,ডা: মো: আমিনুল ইসলাম মাসুম,ডা: মো: ওবায়দুর রহমান, ডা: সৈয়দা আফরোজা এশা,ডা: সালফে সালেহীন শান্তা ও ডা: সাজিদুর রহমান সহ স্থানীয় চিকিৎসক গণ।