
বাগেরহাটের মোরেলগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিবৃন্দ কলেজ রোড পৌরসভার সামনে যে দামে ক্রয় ক্রয়, সেই দামে সবজি বিক্রয় শুর হয়েছে।
শুক্রবার ১ নভেম্বর মোরেলগঞ্জ বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিবৃন্দের আয়োজনে কলেজ রোড পৌরসভার সামনে সিন্ডিকেট থেকে রেহাই পেতে সাধারণ জনসাধারণের কথা ভেবে বিনা লাভের দোকানে সবজি ক্রেতাদের উপচে পড়া ভিড়।
“যতটুকু প্রয়োজন ততটুকু নিন” পলিথিন বর্জন করুন,পরিবেশ রক্ষা করুন,স্লোগানকে সামনে নিয়ে বিনা লাভের দোকান আজ ১ নভেম্বর থেকে প্রতি শুক্রবার সকাল ৮টায় বিভিন্ন ধরনের সবজি ও নিত্য প্রয়োজনীয় পন্য সুলভ মুল্যে এখন থেকে পাওয়া যাবে।
সার্বিক সহযোগিতায় মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন জানান, মোরেলগঞ্জের সাধারণ মানুষের সাশ্রয়ী মূল্যে সবজি ক্রয় করতে পারে এজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।সাথে রয়েছেন সহযোগী সংগঠন বিডি ক্লিন মোরেলগঞ্জ শাখার সদস্যবৃন্দ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মোরেলগঞ্জ উপজেলা শাখার সদস্যবৃন্দ।
এসময় সবজি ক্রয় করতে আসা অনেক ক্রেতারা জানান, আমরা অল্পদামে সবজি পেয়ে খুশি। তারা অন্যকে জানায় কম দামে সবজি পাওয়া যাচ্ছে এখানে।
সাশ্রয়ী মূল্যের এ বাজার ঘুরে দেখলেন উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল ইসলাম।