"দক্ষ যুব গর্ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্য কে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো যুব দিবস। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা, সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ফজরুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো: ইয়াসিন মুন্সী।
এ সময় আরো উপস্থিত ছিলেন,যুব উদ্যোক্তা মো: জাকির লস্কর, যুব সংগঠক মো: জসিম মোল্লা, বৈষম্যবিরোধী ছাত্র ও ছাত্রী প্রতিনিধি মো: সিয়াম, সাদীয়া, প্রশিক্ষনার্থী তানিয়া আক্তার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, এনজিও প্রতিনিধি ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।