
ভুট্টার খোসার ভেতরে ২৯৯ বোতল ফেনসিডিল মুড়িয়ে পাচার করা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত সেগুলো জব্দ করেছে র্যাব। সেই সাথে এ ঘটনায় জড়িত থাকায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে এলিট ফোর্স। তারা হলেন- মুন্না হাসান (২৮) ও শরিফুল ইলসাম (৩৮)।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো.মাহফুজুর রহমান এ তথ্য জানান।
র্যাব কর্মকর্তা জানান,তারা অভিনব কায়দায় ভুট্টার আড়ালে ফেনসিডিল পাচার করছিল। বিষয়টি জানতে পেরে গাজীপুরের কালিয়াকৈর থানার চান্দুরা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। সেখানে একটি ট্রাক তল্লাশিকালে একটি বক্স থেকে ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক,দুটি মোবাইল ফোন এবং নগদ ৬৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান,তারা বিভিন্ন জেলা থেকে চোরাই পথে এসব ফেনসিডিল নানা কৌশলে ঢাকায় নিয়ে আসত। পরে তারা খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করত।
র্যাব জানায়,গ্রেফতার দুজন অপরাধের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে