মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ " দক্ষ যুব গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে সারা দেশের ন্যায় জাতীয় যুব দিবস ২০২৪ পালিত হয়েছে। শুক্রবার ১ নভেম্বর সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর,মোরেলগঞ্জ বাগেরহাট এর আয়োজনেযুব উন্নয়ন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ভবন কমপ্লেক্সেে উপজেলা যুব উন্নয়ন অফিসার এ কে এম এখতিয়ার উদ্দিন এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল ইসলাম। এসময় যুব সমাবেশ,প্রশিক্ষণ সনদ বিতরণ, ভাতা প্রদান ,যুব ঋণ চেক বিতরণ ও সফল উদ্যোক্তাদের মধ্যে ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি(তদন্ত) ইন্সপেক্টর নাজমুল্লাহ,উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস,জামায়াত ইসলাম বাংলাদেশ মোরেলগঞ্জ উপজেলা আমির মাওলানা শাহাদাত হোসাইন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোরেলগঞ্জ উপজেলা ছাত্র প্রতিনিধি মাশরাফি আকিব,মোরেলগঞ্জ উপজেলা বিডিক্লিন উপ সমন্বয়ক মুসাদ্দিক বিল্লাহ তামিমসহ সাংবাদিক,সুবিধাভোগী প্রশিক্ষণার্থী ও উদ্যোক্তাবৃন্দ। আলোচনা সভা শেষে ঋণ বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ শেষে সফল উদ্যোক্তাদের মধ্য থেকে ৬ জনের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।