
রাজধানীর পূর্বাচল এলাকার ৩০০ ফিট মহসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে রাতভর অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার রাতে এ অভিযানে সড়কে অনিয়মের অভিযোগের ২ লাখ ৭০ হাজার ৮০০ টাকা জরিমানাসহ ১১৯ টি মামলা করা হয়েছে।
অভিযানে উত্তরা আর্মি ক্যাম্পের প্রায় ৬০ জন সেনা সদস্য এবং ডিএমপির প্রায় ১২ জন পুলিশ অংশ নেন।
শুক্রবার দুপুরে উত্তরা আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,অবৈধ গাড়ি পার্কিং,লাইসেন্স বিহীন চালক,ফিটনেস বিহীন গাড়ী,ধ্রুত গতিতে গাড়ি চালানো,হেলমেট বিহিন মোটরসাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্স এর বিরুদ্ধে উত্তরা আর্মি ক্যাম্প, ট্র্যাফিক পুলিশ এবং ক্ষিলখেত থানা পুলিশ বৃহস্পতিবার রাতে ৩০০ ফিট মহাসড়কে একটি চেক পোষ্ট স্থাপন করে।
যৌথ অভিযানে সর্বমোট ১১৯ টি মামলা হয়েছে এবং ২ লাখ ৭০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৪ টি গাড়ী জব্দ ও মাদকদ্রব্য বহনের জন্য একজনের বিরুদ্ধে ক্ষিলখেত থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযান চলাকালীন উত্তরা আর্মি ক্যাম্পের সেকেন্ড ইন কমান্ড মেজর আশিকুর রহমান বলেন,অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে,সড়কে উদ্ধোগতিতে গাড়ি চালানো,সড়কে মাদক পাচারসহ গাড়ির ফিটনেস ও অন্যান্য যেসব থাকার কথা সেগুলো ছাড়া যারা চলাচল করছে তাদের জরিমানার আওতায় আনা ও সচেতন করা।
তিনি জানান,এই অভিযান নিয়মিত চলবে। আশা করি এর মাধ্যমে সবার কাছে একটা ভালো বার্তা পৌঁছাবে এবং স্বস্তি ফিরবে।
ডিআই/এসকে