ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় মুক্তিপণ আদায়, নারী গ্রেফতার

কৃষি ভিসায় ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে জিম্মি করে পরিবারের কাছে থেকে মুক্তিপণ আদায়ের ঘটনায় কল্পনা বেগম (৩৬) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মানবপাচার চক্রের সদস্য।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,বুধবার রাতে কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে কল্পনাকে গ্রেফতার করা হয়।

হাতিরঝিল থানা সূত্রে জানা গেছে,মো.নুরুল ইসলাম বেপারী নামে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার এক বাসিন্দা গত ২ অক্টোবর বাদী হয়ে হাতিরঝিল থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন। সেটির পরিপ্রেক্ষিতে কল্পনাকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহারে বাদী বলেছেন,পূর্ব পরিচয়ের সূত্র ধরে কল্পনা বেগম ও তার সহযোগীরা কৃষি ভিসায় ইতালি পাঠানোর কথা বলে নুরুল ইসলামকে প্রলুব্ধ করে। তাদের প্রলোভনে পড়ে নুরুল তাদের পাসপোর্ট দেন।

কয়েকদিন পর চক্রের সদস্যরা বাদীকে জানায় তার ভিসা হয়েছে।

তাদের কথা মতো,গত ২০ জুলাই বাদী তাদের ১০ লাখ টাকা দেন। টাকা পাওয়ার পর মানবপাচার চক্রের সদস্যরা নুরুল ইসলামকে প্রথমে দুবাই ও পরে লিবিয়া নিয়ে যায়। সেখানে চক্রের সদস্য জামির ও ইসমাইল ভুক্তভোগীকে ইতালি না পাঠিয়ে জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতন করে।

তারা নুরুলের স্ত্রীকে ফোন করে জানায়,বাংলাদেশে ফিরতে চাইলে বা ইতালি যেতে চাইলে দেশে থাকা তাদের সদস্য আব্দুল লতিফের কাছে আরও ১৫ লাখ টাকা দিতে হবে। বাধ্য হয়ে ভুক্তভোগীর স্ত্রী জমি বিক্রি করে ১৫ লাখ টাকা দেশে থাকা পাচারকারী চক্রের সদস্যদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ও বিকাশের মাধ্যমে দেন। টাকা পাওয়ার পরও তারা ভুক্তভোগীকে দেশে বা ইতালি পাঠায়নি। পরবর্তীতে গত ১১ জুন লিবিয়া পুলিশের সহায়তায় ছাড়া পেয়ে নুরুল দেশে ফেরেন।

তদন্তাধীন মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এজাহারনামীয় আসামি কল্পনা বেগমকে বুধবার রাতে কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলার সুষ্ঠু তদন্ত ও মানবপাচারে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় থানা সূত্রটি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ