
বান্দরবান আলীকদমে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ ও বিজিবি সুত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে আলীকদম বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী হানিফ পরিবহন থেকে দুই হাজার পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আলীকদম বাস-স্টেশনে ঢাকাগামী হানিফ পরিবহনে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ সদর ইউনিয়নের আমতলী গ্রামের মোঃ সৈয়দ আলমের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রবিউল (৩০)কে আটক করা হয়।
আলীকদম থানার অফিসার ইনর্চাজ ওসি খন্দকার তবিদুর রহমান বলেন, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আলীকদম উপজেলা মাদক চোরাচালানের অভয়ারণ্যে পরিনত হয়েছে। বিভিন্ন সময়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের অভিযানে দুএকজন পাচারকারী আটক হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে রাঘববোয়ালরা।
মাদক কেনাবেচায় প্রতারণা হলে স্থানীয় সর্দারদের মাধ্যমে বিচারকার্জ পরিচালনারও খবর পাওয়া গেছে।