প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৩, ১০:৩৩ অপরাহ্ণ
উলিপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে ১ কেজি গাঁজাসহ ছালাম উদ্দিন(৫২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের আব্দুল বারীর পুত্র।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আতিকুজ্জামান, এএসআই সোহাগ পারভেজ, কং হারুন অর রশীদ অভিযান চালিয়ে উপজেলার তবকপুর ইউনিয়নের তবকপুর সরদার পাড়া গ্রামের একটি মুদি দোকানের সামনে কাঁচা রাস্তার উপর থেকে ১কেজি গাঁজাসহ মাদক কারবারি ছালাম উদ্দিনকে গ্রেফতার করা হয়।
শুক্রবার(১৭ নভেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.