
“প্রত্যেকে আমরা পরের তরে” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে স্কাউটের ত্রৈ-মাসিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩০ অক্টোবর বুধবার শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইন্সটিটিউটের সেমিনার কক্ষে এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্কাউটের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও শ্রীবরদী উপজেলা স্কাউটের সভাপতি শেখ জাবের আহমেদ। তিনি অনুষ্ঠানের প্রথম পর্বে আগের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন। পরে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে তিন বছর মেয়াদে নতুন কমিটি ঘষণা করেন। এতে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদকে সভাপতি ও সাবেক উপজেলা স্কাউটের সম্পাদক ও বানিবাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমকে সম্পাদক ঘোষণা করেন। উপজেলা স্কাউটের কমিশনার হিসেবে নির্বাচিত ভেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম।
সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা স্কাউটের সাবেক কমিশনার ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। এতে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আমিন তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন ও জেলা স্কাউটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
বক্তব্য দেন সভায় নানা দিক তুলে ধরে বক্তব্য দেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও স্কাউটের ইউনিট লিডার হুমায়ুন কবীর।
ইন্দিলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা স্কাউটকে আরো গতিশীল করার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো৷ গোলাম মোস্তফা ও উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।