
চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে জাতীয় ইঁদুর দমন অভিযান ২০২৪ উদযাপন।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় ইঁদুর দমন অভিযান ২০২৪ পালনে আজ বুধবার ৩০ অক্টোবর সকাল ১০টায় নানান আয়োজনের মধ্য দিয়ে উপজেলা কৃষি অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে,অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ সুলতান আলী উপজেলা কৃষি অফিসার।
সঞ্চালনায় ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সৈয়দ সাগর আলী,
উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার নায়েক, আরডিও মোঃ সবুজ আলী।ছাত্র-শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই”এ স্লোগানকে কেন্দ্র করে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ
আরও উপস্থিত ছিলেন
ভোলাহাট প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ্ কবির, সদস্য ও সাংবাদিক বিএম রুবেল আহমেদসহ উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের কর্মকর্তাগণ, বিভিন্ন শ্রেণী পেশাজীবি ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
ছবিক্যাপশনঃ ভোলাহাটে ইঁদুর দমন অভিযান ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কৃষি অফিসার। উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।