
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও যুব সমাবেশ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবদলের সভাপতি আবু সুফিয়ান চৌধুরী সোহেলের সভাপতিত্ব, সাধারণ সম্পাদক আবু কায়সারের সঞ্চালনায় বিশাল এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজা।
তিনি বলেন দেশ নায়ক তারেক রহমান বিএনপিকে সুসংগঠিত করতে জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং কে সাথে নিয়ে প্রতিটি পৌরসভা উপজেলা ইউনিয়নসহ গ্রামগঞ্জে বিএনপি’র নাম পৌঁছে দিচ্ছে।
তারই ফসল হিসেবে বান্দরবানের প্রতিটি গ্রামে আজ বিএনপির দুর্গ হিসাবে পরিচিতি লাভ করছে।
তাই বাংলার মাটিতে আর জয় বাংলার স্লোগান শোনা যাবে না।
এসময় তিনি আওয়ামীলীগকে উদ্দেশ্য করে বলেন,সাধারণ মানুষের হক নিয়ে যারা হাজার কোটি টাকার মালিক হয়েছে এই টাকার হিসাব দিতে হবে। বিশেষ অতিথির বক্তবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার বলেন, আওয়ামী লীগের প্রতিটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজ আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, অথচ এখন তাদের খুঁজে পাওয়া মুশকিল, তিনি প্রশাসনেকে উদ্দেশ্য করে বলেন, নিষিদ্ধ এসব নেতাকর্মীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন,বিএনপির সহ দেশের জনগণ আপনাদের পাশে থাকবে।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, জেলা বিএনপি নেতা রিটল বিশ্বাস, নাইক্ষ্যংছড়ি বিএনপির সভাপতি আরেফ উল্লাহ ছুট্টু, সাধারণ সম্পাদক আব্দল আলিম বাহাদুর, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোরশেদ বিন ওমর, উপজেলা ছাত্র দলের আহবায়ক জিয়াবুল হক জিয়া প্রমুখ।
সমাবেশ ও প্রতিষ্ঠাবার্ষিকী উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল আবছার সোহেল, সাংগঠনিক সম্পাদক মৌঃ সোমলতা আহমেদ ও ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথি জনসভায় যোগদানের পূর্বে সদর ইউনিয়নের অন্তর্গত ১ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মৃত নুরুল ইসলাম এর বাড়িতে যান এবং পরিবারের খোঁজ খবর নেন, এবং পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।