
খুলনার রূপসায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সুর্যমুখী, চিনা বাদাম, মশুর ও খেসারীর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৫ টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।
বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি দপ্তরে উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সার ও বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অপ্রতিম কুমার চক্রবর্তী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শেখ আল মামুন,
অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ.রাজ্জাক শেখ,প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহীদ, সাংবাদিক ফ ম আইয়ুব আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার উপ সহকারী কৃষি অফিসারগণ এবং
বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক চাষীরা।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচি প্রণোদনার আওতায় উপজেলার ১ হাজার ৭৮ জন প্রান্তিক কৃষকদের মাঝে এ সকল উপকরণ বিতরণ করা হবে।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু গ্রাম পুলিশদের মাঝে তাদের পোশাক সামগ্রী বিতরণ করেন।