ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

নড়াইলে জমির লোভে তিন বছরের শিশুকে হত্যা চেষ্টার অভিযোগ

নড়াইল সদর উপজেলার চরবিলা গ্রামে ৬ শতক জমির লোভে মাহবুব মোল্যার বিরুদ্ধে হ্নদয় ফকির নামে তিন বছরের এক শিশুকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। হ্নদয় চরবিলা গ্রামের ইটভাটা শ্রমিক সোহেল ফকিরের ছেলে। আহত শিশুটিকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহেল ফকির জানান, তিনি ভোলা জেলার লালমোহন উপজেলায় একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করেন। বাড়িতে তার স্ত্রী শিশু পুত্রকে নিয়ে বসবাস করেন। বসতভিটার ৬ শতক জমি জোরপূর্বক ভোগদখলে নিতে দীর্ঘদিন ধরে নানা অপচেষ্টা চালিয়ে আসছেন মাহবুব মোল্যা (৫৫)।
মাহবুব মোল্যার অত্যাচারে তিনি ও পরিবারের সদস্যরা সবসময় আতংকিত থাকেন। সোমবার সন্ধ্যায় হঠাৎ নিখোঁজ হয় শিশু হ্নদয়। তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আমরা কান্নাকাটি করতে থাকি। এক পর্যায়ে ল্যাট্রিনের পাশে শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে আত্মীয় আলেয়া এগিয়ে গিয়ে শিশুটিকে পড়ে থাকতে দেখেন।এ ঘটনার সঙ্গে তাঁর চাচাতো মামা মাহবুব জড়িত বলে তিনি অভিযোগে জানিয়েছেন। এ ঘটনার দেড়মাস আগে তাঁর ৬ বছরের শিশুপুত্র রোহানকে পরিকল্পিতভাবে হত্যা করে পানিতে ফেলে রাখা হয়। সে সময় বিষয়টিকে তাঁরা মামা মাহবুবের পরিকল্পনার বিষয়টি আঁচ করতে পারেননি বলে জানান তিনি।সোহেলের মা ভানুমতি জানান, চাচাতো ভাই মাহবুবের সঙ্গে জমিজমা নিয়ে তাদের বিরোধ চলে আসছে। আমার জমি মাহবুবের নামে লিখে দেয়ার জন্য আমাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে আসছিল। জমি লিখে না দেয়ায় গত ২৩ অক্টোবর মাহবুব আমাকে শারিরীকভাবে মারপিট করে। ঘটনা উল্লেখ করে সদর থানায় অভিযোগ দায়ের করেছি। এ ব্যাপারে মাহবুব মোল্যা বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন। আমাকে হেয় করতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পেলে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে।

শেয়ার করুনঃ