
সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে মা-ইলিশ শিকারের দায়ে ২ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও ২৪ হাজার মিটার কারেন্ট জাল, ১টি কাঠের নৌকা ও ৬ টি ইঞ্জিল চালিত ছোট নৌকা জব্দ করা হয়। জব্দ কৃত জালের আনুমানিক মূল্য সাড়ে ৫ লক্ষাধিক টাকা।
মঙ্গলবার (২৯অক্টোবর) দুপুরে উপজেলার আংগারিয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় পায়রা নদীতে মা ইলিশ শিকারের সময় নির্বাহী মেজিষ্ট্রেট ও ইউএনও মো: শাহীন মাহমুদ পরিচালিত ভ্রাম্যমান আদালতের বিচারে আটককৃত জেলে আংগারিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত মতলেব তালুকদারের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৫৫) এবং আংগারিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে মোঃ শহিদ হাওলাদার(৪৫) কে আটক করে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
পুলিশ ও মৎস্য বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার আংগারিয়া ইউনিয়নে পায়রা নদীতে ইলিশ শিকারের সময় ওই ২জেলেকে আটক করে দুমকি থানায় সোপর্দ করা হয়।