
রাজশাহীর বাগমারায় মৎস্য ও চিংড়ি চাষীদের মৎস্য চাষ ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চার’টায় বারনই নদীর ধারে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সংস্থা শতফুল বাংলাদেশ এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ সেশানে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার পঙ্কজ কুন্ডু, শতফুল বাংলাদেশ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর হুমায়ুন কবির মুক্তা, এরিয়া ম্যানেজার আশরাফুল ইসলাম, টেকনিক্যাল সার্ভিস অফিসার বাদশা আলম, মনিটরিং কর্মকর্তা রাজু আহম্মেদ, লিফ শাহ্জাহান আলী প্রমুখ। প্রশিক্ষণে পঁচিশ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন।