
নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া হাট এন্ড বাজারে নাইট ডিউটি চলমান অবস্থায় দোকান ঘরের টিন কেটে চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাসূত্রে জানাগেছে সোমবার সাপ্তাহিক হাটের দিন অন্য দিনগুলোর মতো ব্যবসা করে রাত ১০ ঘটিকায় দোকান বন্ধ করে প্রতিদিনের মতো বাসায় যান স্বর্ণকার রানা এবং ফার্মাসিস্ট মানিক। মঙ্গলবার সকালে ফার্মাসিস্ট মানিক তার ‘মানিক ফার্মেসী’ খুললে দেখতে পান দোকান ঘরের টিনের চালা কেটে রুমে প্রবেশ করে ক্যাশবক্স ভাঙ্গা এবং শূন্যে এবং অনেক ঔষধ নাই।
এরপর পাশের রুমে স্বর্ণকার রানা তার ‘মা জুয়েলার্স’ দোকান খুললে দেখতে পান একইভাবে তার রুমেও চুরি হয়েছে। তার সিন্দুক হতে সাড়ে ৩ ভরি স্বর্গ এবং নগদ ৪ লাখ টাকা নিয়ে গেছে।বান্দাইখাড়া বাজার ডিউটি পরিচালক মোঃ এমদাদুল হক বলেন আমরা ডিউটি পরিচালনা করে বাসায় গিয়েছিলাম ডিওটিম্যান মোঃ নবাব আলী বলেন আমরা ডিউটি ঠিক মতন দিয়েছি কিন্তু নদীর ধার থেকে কিভাবে কোন সময়ে এমন একটি দুর্ঘনা ঘটিয়েছে আমরা বলতে পারবোনা,আমরা সবাই ঠিক মতো ডিউটি দিয়েছি ফজরের নামাজ পর্যন্ত।