
কক্সবাজারে ৪টি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় কক্সবাজার সদর পৌরসভার জেটিঘাট থেকে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করেছে বলে জানান কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
তিনি বলেন,সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি টিম অভিযান পরিচালনা করে সদর পৌরসভার জেটিঘাট পল্টুনে এক দম্পতিকে আটক করে।
তল্লাশি করে তাদের কাছ থেকে ৩ টি দেশীয় পিস্তল ও ১ টি এলজি উদ্ধার করা হয়।
এই বিষয়ে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন তিনি।
ডিআই/এসকে