ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

পিরোজপুরে জামায়াত ইসলামী বাংলাদেশের গণ সমাবেশ

২৮ অক্টোবর ২০০৬ সালে ঢাকায় জাতীয় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে সেই সময় লগি বৈঠা দিয়ে পিটিয়ে নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে জামায়াত ইসলামী বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে গন সমাবেশের আয়োজন করা হয়। সোমবার (২৮ অক্টোবর) পিরোজপুর টাউন ক্লাব মাঠে বিকেল ২.৩০ মিনিটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গন সমাবেশে জেলা, উপজেলা, শহর ও অত্যন্ত গ্রাম অঞ্চল থেকে হাজার হাজার সাধারণ মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের নির্ধারিত সময়ের পূর্বেই টাউন ক্লাবের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দীন খান রাযী। বক্তব্যে তিনি বলেন, বাংলার জমিনে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে জামায়াত মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে আহবান জানান। তিনি আরও বলেন, বর্তমান সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে অন্যথায় জনগণ রাস্তায় নেমে গেলে সেটা সরকারের জন্য মঙ্গলজনক হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত ইসলামী বাংলাদেশের সাবেক নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর (রঃ) সুযোগ্য পুত্র, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাঈদী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মাসুদ সাঈদী।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারী অধ্যক্ষ মো. জহিরুল হক, সহকারী সেক্রেটারী মাওলানা সিদ্দিকুল ইসলাম, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মো. সোহরাব হোসেন জুয়েল, ওলামা বিভাগের সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, জেলা দাওয়া বিভাগের সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা হারুনুর রশিদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা মুসা, পিরোজপুরের আলোর সম্পাদক ড. আব্দুল্লাহিল মাহমুদ, পিরোজপুর পৌর আমির মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা আমির অধ্যাপক শরীফ মোহাম্মদ আবদুল জলিল, মাওলানা আমির হোসেন খান, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আলী হোসাইন, মাওলানা সিদ্দিকুর রহমান, ছাত্র শিবিরের পিরোজপুর জেলা সভাপতি মোঃ মেহেদী হাসান খান, জেলা সেক্রেটারি মোঃ ইমরান খান প্রমুখ।

এসময় পিরোজপুর সাংস্কৃতিক কেন্দ্রের সুরের ছোঁয়া শিল্পী গোষ্ঠী, তাকওয়া শিল্পী গোষ্ঠী, সুর কোরাস শিল্পী গোষ্ঠী, নব তরঙ্গ শিল্প গোষ্ঠী৷ ও সুর তরঙ্গ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।

শেয়ার করুনঃ