
ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি সীমান্তে ও অবৈধ অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনার লক্ষ্যে সর্বদাই তৎপর রয়েছে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পঞ্চগড়ের বোদা উপজেলাধীন মালকাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৭৪/২ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোপড়ামারি এলাকা হতে একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার (২৮- অক্টোবর) সাড়ে ছয়টার দিকে সীমান্ত অতিক্রম করার সময় হাতেনাতে বিজিবি সদস্যরা তাকে আটক করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আটক ব্যক্তির নাম শ্রী নিমাই চন্দ্র বর্মন (২০)।
সে ঠাকুরগাও সদর উপজেলার ধন্দগাঁও গ্রামের শ্রী ধীরেন্দ্রনাথ বর্মন এর ছেলে। ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে ঠাকুরগাঁও জেলার দালাল চক্রকে নগদ ১৭ হাজার টাকা প্রদান করে এবং ওই দালাল চক্রের মাধ্যমে সে সীমান্তবর্তী এলাকায় এসেছে। বিজিবি কর্তৃক দালাল চক্রকে আটকের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বোলে জানা গেছে। আটকের সময় তার কাছে পাওয়া একটি মোবাইল ফোন,বাংলাদেশি একটি সিম কার্ড, একটি হাতঘড়ি, ভারতীয় রুপি ৩৩০ এবং বাংলাদেশি নগদ ৫০০ টাকা সহ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি কর্তৃক জানানো হয়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ কল্পে বিজিবি’র আভিযনিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। যে কোন মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারির পাশাপাশি সর্বদা প্রস্তুত রয়েছে।