
নওগাঁর রাণীনগরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ উদযাপন।
রাণীনগর বাজারের বিএনপির মোড় থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরপর বিএনপির মোড়ে নেতাকর্মীরা জমায়েত হয়ে সমাবেশ করেন। সমাবেশ শেষে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলোচনা করেন ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সোমবার বিকালে উপজেলা জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করেন।
রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তফা ইবনে আব্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমির মাস্টার হাফিজার রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শামিনুর ইসলাম শামীম, সাংগঠনকি সেক্রেটারি হাফেজ আব্দুল কাহার, উপজেলা ছাত্রশিবির সভাপতি হাফেজ আব্দুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।