
মোঃ জয়নাল আবেদীন টুক্কু,,নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো: মাজহারুল ইসলাম চৌধুরী।সোমবার (২৮ অক্টোবর ) সকালে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু’র এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।এ সময় নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীগণ। নতুন ইউএনও মাজহারুল ইসলাম ইতোপূর্বে বান্দরবান আলীকদম উপজেলাসহ বিভিন্ন উপজেলার সহকারি কমিশনার (ভুমি) হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৫তম বিসিএসে প্রশাসন ক্যাডার হিসেবে যোগদান করেন।