
পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশন পরিচালিত তাফহীমুল কুরআন আলিয়া মাদরাসার উদ্যোগে আল্লামা সাঈদী ফাউন্ডেশন অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ অক্টোবর) তাফহীমুল কুরআন আলিয়া মাদরাসার সুপার মাওলানা শওকত আলীর সঞ্চালনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মাদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মাদ আবু নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল এন্ড বি এম কলেজের সাবেক অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের নির্বাহী সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ ।