
সাজ্জাদ হোসাইন শাহীন -জামালপুর প্রতিনিধিঃ সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের মেলান্দহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির।২০০৬ সালের ২৮ অক্টোবর লগিবৈঠা দিয়ে জামায়াত-শিবির নেতা কর্মীদের হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে মেলান্দহ বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রধান সড়ক পদক্ষিন করে বাজারের চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুজিবুর রহমান আজাদী, উপজেলা জামায়াতের সাবেক সাধারন সম্পাদক মাওলানা শফিকুর রহমান, খিলগাঁও থানা দায়িত্বশীল মাওলানা হারুনুর রশীদ,উপজেলা জামায়াতের সাবেক আমীর শরাফত আলী ফারাজী, পৌর আমীর মাওলানা আবু তালেব,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি উমর ফারুক, উপজেলা শিবিরের সভাপতি মোঃ মোরশেদুল ইসলাম প্রমূখ।সমাবেশে সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারাজী বাদ মাগরিব মেলান্দহ বাজার চৌরাস্তা মোড়ে ইসলামী ছাত্রশিবির ভয়াল ২৮ অক্টোবরের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে।