প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৩, ২:০১ অপরাহ্ণ
টেকনাফে দেয়াল ধসে একই পরিবারে ৪ জনের মৃত্যু

মৌলভীবাজার মরিচ্যা ঘোনা এলাকার আনোয়ারা বেগম তার সন্তানদের নিয়ে মাটির ঘরে থাকতেন। রাতে প্রচণ্ড বৃষ্টিতে ঘরের মাটির দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়। সকালে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।
দেয়াল ধসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।
তিনি বলেন,কক্সবাজারের টেকনাফ হ্নীলা মৌলভীবাজার এলাকায় মাটির দেয়াল ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)।
টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি বলেন, আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছেন।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.