ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপি এ ক্যাম্পেইন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের এ ক্যাম্পেইনের আওতায় সরকার প্রদত্ত বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হয়।
শুরুতে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ কামরুল ইসলাম। এ সময় সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: আনোয়ার হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য পরিদর্শক হাবিবুর রহমান, সহকারি স্বাস্থ্য পরিদর্শক সামসুল আলম, স্বাস্থ্য সহকারি জসিম উদ্দিন, মোহাম্মদ আলী, জহিরুল কবির শিহাব, পরিবার পরিকল্পনা পরিদর্শক শেখ এখলাছুর রহমান ও আনিস মিয়াসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীগণ দিন ব্যাপি চলমান এ টিকাদান কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহণ করেন।