ঢাকা, বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু : শাশুড়ি-ননাস গ্রেপ্তার
পটুয়াখালীতে গাঁজাসহ দু’জন গ্রেফতার
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পিরোজপুর পৌর কমিটি ঘোষণা
গাইবান্ধায় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কারবারি আটক
মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা
পল্লবীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যায় মামলা, এক কিশোর গ্রেফতার 
আমতলীতে শিক্ষক ও ছাত্রকে মারধর করলেন অভিভাবক
মধ্যনগরের মহিষখলায় ভারতীয় গবাদিপশুর চালান জব্দ
সুনামগঞ্জের বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অফিসার কালাম-জব্বার বদলি
পুলিশ তদন্ত কেন্দ্রে ঘুসের টাকার বান্ডিল গুণে বুঝে নিচ্ছেন এএসআই
বাড়িতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত-৪
কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির অর্ধশত নেতাকর্মীদের পদত্যাগ
বাগমারায় পরীক্ষা কেন্দ্র থেকে সাংবাদিককে বের করে দিলো ইউএনও
নবীনগরে ধর্ষণের মামলা ধামাচাপা দিতে প্রধান আসামীর মানববন্ধন ও বিকৃত ভিডিও ধারণ
লক্ষ্মীপুরে আ’লীগ সন্ত্রাসী বাবলু মীরের হামলা শিকার জামায়াত কর্মী

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাচিপ সভাপতি আবু সাঈদ গ্রেফতার

বিষ্ফোরক ও নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাক্তার মোঃ আবু সাঈদকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর সদস্যরা। আজ রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর ঘাটুরাস্থ তার নিজ প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান এবং জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক।

পুলিশ ও মামলা সূত্রে জানাযায়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিষ্ফোরণ ও নাশকতার দায়ে গত ২৫ অক্টোবর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন শহরের শেরপুর এলাকার বাসিন্দা আনিছুর রহমান।

মামলায় জেলার সাবেক দুইমন্ত্রীসহ ২৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২শ/৩শ, জনকে আসামী করা হয়। সেই মামলায় ২৩ নম্বর আসামী ডাক্তার মোঃ আবু সাঈদ। মামলায় উল্লেখ করা হয়, ৪ আগস্ট সকালে সরকার পতনের একদফা দাবী ছাত্র-জনতা ও সাধারণ মানুষ ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিল নিয়ে শহরের দিকে যাওয়ার সময় ফ্যাসিস্ট সরকারের ক্যাডার বাহিনী বিভিন্ন দেশীয় অস্ত্র, ককটেল, হাতবোমাসহ আগ্নেয়াস্ত্র নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা করে ছাত্র-ছাত্রীদের আহত করে।

এ সময় ছাত্র-জনতাসহ এলাকার সাধারণ মানুষ তাতে বাধা দিলে আসামীরা শতশত ককটেল ও হাতবোমার বিষ্ফোরণ ঘটিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে। এ সময় মোটর সাইকেল, সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যাটারিচালিত অটোরিক্সার ক্ষতিসাধন করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাফ্ফর হোসেন বলেন, তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। ৪ আগস্ট সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

সন্ধ্যায় তাকে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত পরদিন সোমবার শুনানির দিন ধার্য্য করে জেলা কারাগারে প্রেরণ করেন। অন্য মামলায় তিনি উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিনে রয়েছেন।

শেয়ার করুনঃ