কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রোপা আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ধানবীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সরওয়ার তৌহিদ প্রমুখ।
উল্লেখ্য, ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে উপজেলার ১০টি ইউনিয়নের ২৪৫০ জন কৃষকদের মধ্যে প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি করে ধানবীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়।