ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

ঝালকাঠিতে ঝুকিপুর্ণ ভাবে ভবন নির্মান: কাজ বন্ধ করে দিয়েছে পৌর প্রশাসক

পরিবেশ সংরক্ষণ বিধিমালা-১৯৯৭’ সংশোধন আইন অনুযায়ী ভবন নির্মাণ কাজ পরিচালনার সময় নির্মাণ স্থলে যথাযথ অস্থায়ী বেষ্টনী স্থাপনসহ নির্মাণাধীন ভবন এবং সব ধরনের নির্মাণ সামগ্রী (মাটি, বালি, রড, সিমেন্ট, ইত্যাদি) ঢেকে রাখতে হবে। যা মানছেননা অনেকেই।

এমনই অনিয়মের অভিযোগে রোববার (২৭ অক্টোবর) ঝালকাঠি শহরের কামার পট্টি সড়কের পাশে নির্মানাধীন একটি বহুতল ভবনের কাজ বন্ধ করে দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। গনমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন ঝালকাঠির পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওসার হোসেন।

সরেজমিনে দেখা যায়, “কামার পট্টি সড়কের পাশে ৫.৭৫ শতাংশজমির উপর ৫তলা বিশিষ্ট্য একটি ভবন নির্মান করছেন প্রবাসী মেহেদী হাসান হাওলাদার। ভবন মালিক প্রবাসে থাকায় তার বাবা ইউনুস হাওলাদার নির্মান কাজটি করাচ্ছেন। রোববার ভবনটির ৫ম তলার ছাদের ঢালাই চলছিলো। কিন্তু যান চলাচল বিঘ্ন করে সড়কের উপর সিমেন্ট-কঙ্ক্রিট মিক্সার মেশিন বসিয়ে ছাদ ঢালাইয়ের কাজ করা হচ্ছিলো। এই কাজে নিচ থেকে ৫০ ফুট উপরে পঞ্চম তলার ছাদে একটি লক্কর-ঝক্কর ক্রেন দিয়ে নির্মান সামগ্রী তোলা হচ্ছিলো। যা ছিলো অত্যান্ত ঝুকিপুর্ণ। নির্মানাধীন বহুতল ভবনটিতে ছিলোনা কোনো নিরাপত্তা বেষ্টনী। ঢালাই কাজের সিমেন্ট উড়ে পরছে সড়কে চলাচলরত মানুষের গায়ে এবং পার্শবর্তী ব্যবসা প্রতিষ্ঠানে।”

সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে ভবন নির্মান কাজের এমন খবর পেয়ে দুপুরের মধ্যে নির্মান কাজ বন্ধ করে দেয় পৌর প্রশাসক। একই সাথে সড়ক থেকে মেশিন এবং নির্মান সামগ্রী সড়িয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়া হয়।

ভবন মালিক মেহেদী হাসানের বাবা ইউনুস হাওলাদার বলেন, ‘শুক্রবার বৃষ্টি থাকায় রবিবার ছাদ ঢালাইয়ের কাজ করাচ্ছি। আগামীতে ভভনটি জাল বা চট দিয়ে ঢেকে কাজ করাবো।’ আর কোনো প্রশ্ন করার আগেই তিনি স্থান ত্যাগ করেন। তবে এ বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ না করার জন্যও অনুরোধ করেন ভবনের কাজে সংস্লিষ্ট আরো কয়েকজনে।

ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন বলেন, ‘ঝুকি নিয়ে কাজ করা এবং সড়কে নির্মান সামগ্রী রেখে যান চলাচলে বিঘ্ন ঘটানোর খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে লোক পাঠাই এবং তাৎক্ষণিক কাজ বন্ধ করে দেই। ভবিষ্যতে সব ধরনের নিরাপত্বা বেষ্টনী দিয়ে ঘিরে কাজ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।’

শেয়ার করুনঃ