
নিজস্ব প্রতিবেদক:: শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে আনোয়ার হোসেন মন্ডলকে আহ্বায়ক করে সারাদেশের ৬৪টি জেলায় ২১ যুগ্ম আহ্বায়ক ও ৪১ জনকে সম্মানিত সদস্য এবং ৩৯জনকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়।
ইতিমধ্যেই উক্ত কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আহ্বায়ক আনোয়ার মন্ডল ও যুগ্ম আহ্বায়ক (দপ্তর) মো: নাসির উদ্দিন এর স্বাক্ষরে এ কমিটি করে পাঠানো হয়েছে।
বিভিন্ন জেলার যুগ্ম আহ্বায়করা হলেন, খাগড়াছড়ি যুগ্ম আহ্বায়ক সাংবাদিক নুরুল আলম, চুয়াডাঙ্গা জেলার যুগ্ম আহ্বায়ক কবি নুরুল হুদা ডিউক, ঢাকা জেলার যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম মাঝি, কুমিল্লা জেলা যুগ্ম আহ্বায়ক সাংবাদিক সেলিম লালু, নারায়নগঞ্জ যুগ্ম আহ্বায়ক কাজী সহিদুল ইসলাম রিপন, রাজশাহীর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শরিফুল ইসলাম, বগুড়ার যুগ্ম আহ্বায়ক মো: সাহাবুল করিম, পাবনার যুগ্ম আহ্বায়ক মো: ইউসুফ আলী মোল্লা, পিরোজপুরের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, ময়মনসিংহর যুগ্ম আহ্বায়ক রাহাত হোসেন তালুকদার, বাগেরহাটের যুগ্ম আহ্বায়ক এ এইচ এম কামরুল ইসলাম, নেত্রকোনার জেলার যুগ্ন আহবায়ক এড আবদুল আজিজ, ফরিদপুরের যুগ্ম আহ্বায়ক মো: মিরাজ সিকদার, ঢাকার যুগ্ম আহ্বায়ক (দপ্তর) মো: নাসির উদ্দিন, ঢাকা মহানগর এর যুগ্ম আহ্বায়ক মো: সাহাব উদ্দিন, নরসিংদির যুগ্ম আহ্বায়ক ডা. নাছির উদ্দিন সরকার, চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক মো: শফিউর রহমান সাইফু, চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো: সালাউদ্দিন আলী, ফেনীর যুগ্ম আহ্বায়ক মো: জাকারিয়া সবুজ, টাঙাইলের যুগ্ম আহ্বায়ক মীর হোসেন মিরু, রাঙামাটির সদস্য মিজানুর রহমান বাবু, বান্দরবানের সদস্য মো: ইসহাক, চট্টগ্রামের সম্মানিত সদস্য মকবুল কাজী চৌধুরী, ময়মংসিংয়ের সম্মানিত সদস্য আব্দুল ওহাব আকন্দ, চাঁদপুরের সম্মানিত সদস্য আলম খান (সাবেক এমপি)সহ ৬৪ জেলায় যুগ্ম আহ্বায়ক ও সদস্য করে কমিটি অনুমোদনের জন্য প্রেরণ করা হয়।
উল্লেখ্য, পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন করে ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন করা হয়েছে।