
উপজেলা সদরস্থ ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ৮ম ও ৯ম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের অভিভাবক সমাবেশ রবিবার ২৭ অক্টোবর সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যাপিঠের অধ্যক্ষ অজিত কুমার সরকার। প্রভাষক ফাল্গুনী মূখার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মেজবাহ উদ্দীন খান, সহকারী প্রধান শিক্ষক সঞ্জয় মন্ডল, সহকারী শিক্ষক মোঃ সেকেন্দার আলী, সহকারী শিক্ষক সীমা হালদার, অভিভাবক তরুন চক্রবর্তী বিষ্ণু, অভিভাবক মোঃ জাকির হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, শিক্ষক-অভিভাবক সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সন্তানদের সুনাগরিক হিসেবে গড়তে তুলতে কাজ করতে হবে। সন্তানদের সুশিক্ষা গ্রহনে সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলেই কেবল সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।