ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

মাদকের গডফাদার মহসিন: আশুগঞ্জের লালপুরে বাড়ছে মাদক ব্যবসায়ীদের আনাগোনা

সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা:-

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ লালপুরে ইউনিয়নের মাদক ব্যবসা কোন ভাবেই বন্ধ হচ্ছে না। আইনশৃঙ্খলাবাহীনির অভিযান আগের মতো জোড়ালো না থাকায় মাদক ব্যবসায়ীদের আনাগোনা আগের থেকে অনেক বেড়ে গেছে। গত আওয়ামী লীগ সরকার দায়িত্বে থাকাকালীন নানাভাবে অভিযান চালিয়ে বেশ কিছু মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তারা কিছু দিন পর জেল থেকে বের হয়ে একই অপরাধে জড়িয়ে পড়েছে। কারণ এর সাথে বেশির ভাগই গত ক্ষমতাসীন দলের লোকজন জড়িত। যার বাস্তব উদাহরন মহসিন মিয়া এলাকার নামকরা চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে সাজা প্রাপ্ত হয়েও আইনের ফাঁকপুকুর দিয়ে জেল থেকে বের হয়ে ফেনসিডিল,বিয়ার মদ ইয়াবা, ভারতীয় স্কোপ সিরাপ দেদারসে চালাচ্ছে তার মাদক ব্যবসা এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দাপটের সাথে ছিলেন ১৪ দলের শরিক দল নেতা হিসেবে পরিচিত লাভ করেন তারপর থেকে পিছেও টানতে হয় না বাংলাদেশের সমাজতন্ত্রী দল আশুগঞ্জ থানা সাধারণ সম্পাদক মো. মহসিন । ক্ষমতার দাপটে পুরো এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন তিনি। বিশেষ করে খলাপাড়া, লালপুর, শরীফপুর ও লালপুর সিএনজি স্ট্যান্ড, লঞ্চঘাট,দাসপাড়া এলাকারয় মাদকের আস্তানা গড়ে তুলেছেন তিনি। সরকার পতনের পর তিনি দলীয় তকমা মুছে তার সহযোগিদের দিয়ে নানাভাবে এসব এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে চালাছ ভয়াবহ মাদকের ব্যবসা যার কারণে সাধারণ মানুষ কিছু বলতে পারে না বলতে গেলে বিপদগামী হতে হয় 👍 উক্ত অভিযোগকারীরা বিপদে পড়ে পড়ার কারণ আইনশৃঙ্খলা বাহিনীদের টাকা-পয়সার মাধ্যমে ম্যানেজ করে রাখে। বর্তমানে আইনশৃঙ্খলাবাহীনি কর্তৃক মাদক বিরোধী অভিযান জোড়ালো না থাকায় এই সুযোগে আগের চেয়ে বেশি মাদক বেচাকেনা হচ্ছে বলে অনেকে অভিযোগ করেছেন।স্থানীয় চেয়ারম্যান অনেকবার এই মাদকের বিরুদ্ধে অনেক পদক্ষেপ নিয়েছে কিন্তু একা উনি কিছু করতে পারে নাই। বিপদ ও হুমকির মুখে পড়তে হয় মাদক ব্যবসায়ীদের সাথে অনেকে সহযোগিতা করছেন।বয়সের মতন মহসিন এর মতন মাদক ব্যবসায় এদের কারণে স্থানীয় যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে উল্লেখ করে নাম প্রকাশে অনিচ্ছুক নামের এ বাসিন্দা জানান, লালপুর ইউনিয়নে প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি পাড়া মহল্লায় মাদক ব্যবসায়ীদের আনাগোনা আগের থেকে অনেক বেড়েছে। হাতের নাগালে থাকায় অনেক কোমলমতি স্কুল ছাত্র ও যুবক মাদক সেবনে জড়িয়ে পড়ছে। এলাকায় বাড়ছে ছিনতাই ডাকাতি ও খুন খারাপের মতো বড় ঘটনা ফলে দ্রুত এর সাথে জড়িদের আইননের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।”

পর্ব -১

শেয়ার করুনঃ