
রাজশাহীতে অভিনব পদ্ধতিতে ফুটবলের ভেতরে লুকিয়ে রাখা ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
রবিবার (২৭ অক্টোবর) সকালে র্যাব-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে,শনিবার (২৬ অক্টোবর) রাতে গোদাগাড়ীর থানার সরমংলা গ্রামে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে একাধিক মাদক চালান রাজশাহীর দিকে প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা সংশ্লিষ্ট এলাকার মাদক প্রবেশের সম্ভাব্য রুটে নজরদারি জোরদার করে। একপর্যায়ে, মাদক কারবারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা একটি ফুটবল ফেলে পালিয়ে যায়। উপস্থিত সাক্ষীদের সামনে ফুটবলটি কেটে দেখা যায়,এর ভিতরে অত্যন্ত কৌশলে রাখা হয়েছে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন।
পরবর্তীতে উদ্ধারকৃত মাদকের আলামত রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়।
ডিআই/এসকে