জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিরাজগঞ্জ জেলা কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
এতে মাওঃ মুফতি মাহমুদুল হাসানকে সভাপতি ও মাওঃ মুত্তালিবুর রহমান সাইফীকে সাধারণ সম্পাদক করে ২০২৪-২০২৫ সেশনের সিরাজগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়।
আজ শনিবার (২৬ অক্টোবর ) বাদ যোহর সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জেলা কমিটির সভাপতি মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এ ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির জয়েন সেক্রেটারি মাওঃ কামাল উদ্দিন সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও অত্র সংগঠনের উপদেষ্টা মুফতি মুহিবুল্লাহ সিরাজী, সহ সভাপতি মাওঃ শাহ আব্দুল্লাহ আল মামুন, মুফতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক হাফেজ হাবিবুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশে কুরআন সুন্নাহ অনুযায়ী, সাহাবিদের নমুনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে ওলামায়ে কেরাম এর অংশগ্রহণ সময়ের অপরিহার্য দাবী রাখে।
তিনি আরও বলেন জমিনের সর্বস্তরে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও অন্যায়,জুলুম নির্যাতন পাপাচার রোধ করতে উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
♦️উক্ত সম্মেলনে ২০২৪-২৫ সেশনের নব গঠিত কমিটিতে মুফতি রুহুল আমিন রাজী, মুফতি নুরুদ্দিন নোমানী ও মুফতি হাবিবুর রহমানকে সহ সভাপতি ও মাওঃ শাহ আব্দুল্লাহ আল মামুনকে যুগ্ম সম্পাদক এবং মুফতি রুহুল আমিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।