
গণ অধিকার পরিষদ (জিওপি)’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে আনন্দ মিছিল, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত। জানা গেছে, ২৬ অক্টোবর শনিবার বিকাল ৫ টায় পটুয়াখালী শহরের নতুন বাজারস্থ এ দলের দলীয় কার্যালয়ের সামনে থেকে উক্ত দলের এ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে যথাস্থানে এসে মিছিল শেষ হয়। পরে জেলা গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে এ দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। তারপর বাদ মাগরিব বাদ এ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের আহবায়ক নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে বক্তৃতা রাখেন, গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা কমিটির সদস্য সচিব মোঃ শাহ আলম শিকদার, যুগ্ম সদস্য সচিব মো.আবু সাইদ মাতব্বর, পটুয়াখালী সদর উপজেলা গণপরিষদের আহবায়ক এম আবুল কাশেম ও সদস্য সচিব আবদুল কাইয়ুম, জেলা যুব অধিকার পরিষদের সাধারন সম্পাদক আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইদুল ইসলাম নিরব, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি তানভীর আহম্মেদ ও সাধারন সম্পাদক রুবেল মাহামুদ, অর্থ বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ প্রমুখ।
বক্তারা বৈষম্যহীন গনতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর এর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের পতাকাতলে সমবেত হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।