ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়
পঞ্চগড় সড়কে বিআরটিএ ও যৌথবাহিনীর অভিযান
ছাত্র আন্দোলনে হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার
‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিককে সাবেক সেনা কর্মকর্তার হুমকি
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল

ঝিকরগাছায় ৭ বিঘা জমির পেঁপে গাছ কাটলো দুর্বৃত্তরা, থানায় অভিযোগ

যশোরের ঝিকরগাছায় রাতের আঁধারে সাত বিঘা জমির পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতির শিকার হয়েছেন ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামের কৃষক মোহাইমেনুল হক (৫৫)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার রাতের কোনো এক সময় লাউজানি গ্রামে সাত বিঘা জমির ফলন্ত পেঁপেগাছ রাতের আঁধারে কেটে দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের নামে ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ক্ষেতের মালিক লাউজানি মোহাজের পাড়ার মোহাইমেনুল হক।

মোহাইমেনুল হক বলেন, সাত বিঘা জমি লিজ নিয়ে পেঁপের চাষ করেছি। গাছে সবেমাত্র ফলন এসেছে। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে কে বা কারা বাগানের প্রায় সাড়ে তিন হাজার পেঁপে গাছ কেটে দিয়েছে। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, গত বছরের ৮ ডিসেম্বর একইভাবে আমার দুই বিঘা জমির ফলন্ত পেঁপেগাছ কেটে দিয়েছিলো। কিছুদিন আগে ১২ বিঘা জমির মাছের ঘেরের পাড় কেটে দিয়ে আনুমানিক ১০ লাখ টাকার মাছ বের করে দেয় স্থানীয় একটা চক্র।

এর আগে আরও দুই বার তার পেঁপেক্ষেতের সব গাছ কেটে দিয়েছিল এবং মাছের ঘেরে গ্যাস ট্যাবলেট দিয়েছিল দুর্বৃত্তরা। এসব ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলেও কোনও ঘটনারই সুরাহা হয়নি বলে তিনি জানান।

মোহাইমেন বলেন, রাতের আঁধারে মানুষ খুন হলে পুলিশ আসামি খুঁজে বের করে। কিন্তু আমার কয়েকবার বড় ধরনের ক্ষতি হয়ে গেলেও তারা কাউকে আটক করতে পারেনি।

ঝিকরগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ বাবলুর রহমান বলেন, পেঁপেগাছ কেটে দেওয়া সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে ফোর্সসহ অফিসার পাঠানো হয়েছে।
তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানান।

শেয়ার করুনঃ