
নড়াইলে গণ অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৪ এর শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে শহরের চিত্রা হোটেলের সম্মেলন কক্ষে এ সভা হয়। এ আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা গণ অধিকার পরিষদের সাবেক আহবায়ক মো. ইমান হোসেন সেলিম, জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো. জামাল খান, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মাহাবুব হোসেন মিলন, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মনিরুল মোল্যা, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ প্রমূখ। এসময় গণ অধিকার পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতা কর্মি উপস্থিত ছিলেন।