কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদলের সভাপতিকে লাঞ্ছিত করার ঘটনায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সানি (২৪) কে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি রাজারহাট থানার ওসি রেজাউল করিম রেজা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের চূড়ান্ত দিনে ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সানিসহ কয়েকজন যুবক রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সন্নিকটে উপজেলা ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেনকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এতে সাদ্দাম হোসেন গুরুতর আহত হন। এ ঘটনায়, বৃহস্পতিবার (২৪ অক্টাবর) সাদ্দাম হোসেন নিজে বাদী হয়ে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ অভিযুক্ত সাজ্জাদ হোসেন সানিকে ওইদিন সন্ধ্যায় উপজেলার ঘড়িয়ালডাঙ্গা এলাকা থেকে গ্রফতার করে থানায় নিয়ে আসে। সাজ্জাদ হোসেন সানি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ খামার গ্রামের আঃ আজিজের ছেলে। সে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেনকে কুড়িগ্রাম জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।