
২৫ অক্টোবর শুক্রবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের জলপাইতলী সীমান্ত পয়েন্ট থেকে পাচারকালে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি।
শুক্রবার দুপুরে ৩৪ বিজিবি অধিনায়কের
নির্দেশনায় ঘুমধুম বিওপি জোয়ানরা এসব ইয়াবা জব্দ করেন।
প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানান, শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি।
ঘুমধুম বিওপি’র জোয়ানদের টহলদল সীমান্ত পিলার-৩২ হতে আনুমানিক ৩’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে জলপাইতলীর জামালের ঘের নামক স্থানে এ অভিযান পরিচালনা করে।
এ সময় তারা ৪০ হাজার পিস ইয়াবাসহ ২ ইয়াবা ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলো- নাইক্ষ্যংছড়ি উপজেলার বালুখালী হেডম্যান পাড়ার কামাল হোছনের ছেলে মোঃ রিয়াজ উদ্দিন (১৮) এবং উখিয়ার পালংখালী জুমের পাড়া গ্রামের নূর হোছাইনের ছেলে মুশফিকুর রহমান (১৮)।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।