
ঢাকা সাহিত্য পুরষ্কার, আলোকিত নারী সম্মাননা ও বাঙালির কন্ঠ সাহিত্য পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ২৫ অক্টোবর শুক্রবার বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন। বরেণ্য কবি ও ঢাকা সাহিত্য পরিষদের প্রধান সমন্বয়ক শাহীন রেজার সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন ঢাকা সাহিত্য পরিষদের সভাপতি জায়েদ হোসাইন লাকী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য গীতিকবি, সংবিধান বিশেষজ্ঞ শহীদুল্লাহ ফরায়জী।
এ বছর সাংবাদিকতায় ঢাকা সাহিত্য পুরষ্কার পেলেন কবি ও সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান।
তিনি দেশী ও আন্তজার্তিক অনেক সংগঠনের সাথে সংপৃক্ত । দক্ষ সংগঠক মোঃ মুস্তাফিজুর রহমান সদাহাস্যজ্জল, ও বর্ণাঢ্য চরিত্রের একজন মানুষ। তিনি সর্বদা পরোপকারী ও ব্যক্তিত্ব সম্পন্ন এক সাহসী কলম যোদ্ধা। ঢাকা সাহিত্য পুরষ্কারে ভূষিত হওয়ার পর তিনি বলেন, এই সম্মাননা পদক পেয়ে আমি আপ্লূত ও অভিভূত।
এ সম্মাননা আমাকে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে। আমার মা বেঁচে থাকলে অনেক বেশি খুশি হতেন। তিনি আরও বলেন, এ সম্মাননা ও পুরষ্কার আমার প্রয়াত মা’ কে উৎসর্গ করছি। আমাকে এ সম্মাননা দেওয়ার জন্য ঢাকা সাহিত্য পরিষদের প্রতি আমি কৃতজ্ঞ ।
উল্লেখ্য৷ তিনি এ বছর ভারত – বাংলাদেশ মৈত্রী পরিষদ থেকে সাংবাদিকতায় অবদানের জন্য মহাত্মা গান্ধী শান্তি পুরষ্কার পেয়েছেন।