প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৩, ১১:২১ অপরাহ্ণ
উজিরপুরে তফসিল ঘোষণার প্রতিবাদে জামাতের ঝটিকা মিছিল:গ্রেফতার-৭

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুরে জামাত নেতাকর্মীরা তফসিল ঘোষণার প্রতিবাদে ঝটিকা মিছিল পুলিশের বাধায় পন্ড, গ্রেফতার ৭ জন। সুত্রে জানা যায় ১৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২:৩০ মিনিটের সময় নতুন শিকারপুরে ৩০/৩৫ জন জামাত নেতা ঝটিকা মিছিল করলে তাৎক্ষণিকভাবে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ, ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, এসআই মেহেদী হাসান মিলনসহ একদল চৌকস পুলিশ ৭জন জামাত নেতাকে গ্রেফতার করে। বাকীরা পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি, তবে প্রস্তুতি চলছে।
গ্রেফতারকৃতরা হলেন উজিরপুর উপজেলার মশাং গ্রামের মৃত মন্নান মোল্লার ছেলে জাহিদুল ইসলাম (২০), মোঃ মোক্তার হোসেন সিকদারের ছেলে গোলাম কিবরিয়া(২৪), চকমান গ্রামের ইয়াকুব ফকিরের ছেলে মাহাবুব ফকির (১৯),
চকমান গ্রামের রেজাউল তালুকদারের ছেলে রাকিবুল ইসলাম (১৬), চকমান গ্রামের খলিলুর রহমান তালুকদারের ছেলে সায়মন তালুকদার(২০), বরিশাল সদর থানার হারুন অর রশিদ আকনের ছেলে মেহেদী হাসান (২০), বাগেরহাট জেলার মৃত মাসুম বিল্লাহ'র ছেলে আবু সাঈদ হাওলাদার (২৫) কে গ্রেফতার করেছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.