ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

পঞ্চগড়ে চেয়ারম্যান’কে মাদকসহ ফাঁসাতে গিয়ে জনতার কাছে অবরুদ্ধ বিজিবি

পঞ্চগড় জেলা প্রতিনিধি।। পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ৬ নং ভজনপুর ইউনিয়নের চেয়ারম্যানকে মাদকসহ ফাঁসাতে গিয়ে জনতার কাছে অবরুদ্ধ হয়েছে ১৮ বিজিবি সদস্যরা। শুক্রবার ( ২৫- অক্টোবর) সকালে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ মুসলিম উদ্দিন এর বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী চেয়ারম্যানের পরিবার ও স্থানীয়রা জানান, সকাল বেলা পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি এর অধীনস্থ ভুতিপুকুর বিওপি এর দুজন বিজিবি সদস্য চেয়ারম্যান এর বাড়িতে যায়। পরে আরো প্রায় ২৫/৩০ জন বিজিবি সদস্য সেখানে উপস্থিত হয়ে বাড়ির সবার মুঠোফোন কেড়ে নেয়। তারা নিজেরাই ১০৭ বোতল ফেনসিডিল চেয়ারম্যান এর রুমে রেখে মাদক উদ্ধার এর নাটক সাজিয়ে চেয়ারম্যানকে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে উঠান। পড়ে বিষয়টি জানাজানি হতেই সড়ক ব্যারিকেড দেয় স্থানীয় সাধারণ মানুষ। পরে চেয়ারম্যানকে গাড়ি থেকে নামিয়ে নেয় উত্তপ্ত জনতা। একপর্যায়ে আরো বিজিবি সদস্য ঘটনা আসলে উপস্থিত হলে চেয়ারম্যান এর বাড়ির সড়কসহ পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের ভজনপুর বাজারের সড়ক অবরোধ করা হয়। এ সময় উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যানগন সহ স্থানীয় হাজার হাজার মানুষ চেয়ারম্যান এর বাড়িতে অবস্থান নেন। পরবর্তীতে তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি, অধিনায়ক ১৮ বিজিবি পঞ্চগড় লেঃ কর্নেল মোঃ জিয়াউল হক, উপজেলার অন্যান্য জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তির সমন্বয়ে আলোচনার মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক বিজিবি ভুল স্বীকার করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান মোঃ মুসলিম উদ্দিন বলেন কিছুদিন পূর্বে আমি এবং আমার ইউপি সদস্যরা মিলে তিনটি গরু উদ্ধারপূর্বক সদস্যের বাড়িতে রাখি। সেখান থেকে বিজিবি সদস্যরা গরু ক্যাম্পে নিয়ে যেতে চাইলে তাদের সাথে কথা কাটাকাটি হয়। ওই বিষয়টিকে কেন্দ্র করে তারা আজকে আমার বাড়িতে পরিকল্পিতভাবে মাদক দেখে আমাকে ফাঁসানোর চেষ্টা করে। এ বিষয়ে পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক বলেন, আজকের ঘটনায় পরবর্তীতে কোন মামলা মোকদ্দমা হবে না। বিজিবি’র পক্ষ থেকে আমরা ভুল স্বীকার করেছি এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা জানান এ ধরনের ঘটনা বিজিবির সাথে সাধারণ মানুষের দূরত্ব সৃষ্টি করবে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অনেকেই।

শেয়ার করুনঃ