
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পঞ্চগড়ের বোদা উপজেলায় কিশোরীদের ‘এইচপিভি’ টিকাদান কর্মসূচী শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বোদা উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলার চন্দনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফুল কবির।
এর আগে টিক প্রদান উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় ডা. মো. লুৎফুল কবির জানান, সারাদেশে কিশোরীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধক টিকা দেওয়া হচ্ছে।
এটি একটি মরণব্যাধী রোগ। এ রোগটি কারো হলে বাঁচার আশংকা খুবই কম।
তিনি আরো বলেন, এ রোগে প্রতিবছর হাজার হাজার মা বোনদের অকালে মৃত্যু হচ্ছে।
এ সময় স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম সহ বোদা উপজেলার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।