
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)-এর প্রক্টরিয়াল বডির ৩ সদস্য দায়িত্ব গ্রহণ করেছেন।
গত ১৫ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ প্রক্টরিয়াল বডির সদস্যগণ তাঁদের দায়িত্ব গ্রহণ করেন।
বশেমুরবিপ্রবিপির প্রক্টর হিসেবে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক আব্দুল্লাহ-আল-যোবায়ের এবং সাইকোলজি বিভাগের প্রভাষক রিয়া রায়হান।
এর আগে গত ৮ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ এক অফিস আদেশে উক্ত সদস্যগণকে প্রক্টরিয়াল বডির দায়িত্ব দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর-এর আইনের ৮ ধারা, প্রথম সংবিধি ও চতুর্থ সিন্ডিকেট সভার সিদ্ধান্তের আলোকে নিম্নবর্ণিত শিক্ষকগণকে প্রক্টর দপ্তরে দায়িত্ব প্রদান করা হলো।